এখন দু বছর ধরে চলা অতিমারীতে ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধের ওপর টিউশনে না যেতে পারা পড়াশোনার ক্ষেত্রে ভীষণ বাধার সৃষ্টি করে চলেছে। এর সমাধানে এসে গেল টিউটোপিয়া অ্যাপ।বাংলায় শিক্ষার আধুনিক অ্যাপ।অষ্টম থেকে একাদশ শ্রেণীর সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ধরে নোটস,ভিডিও।
এর দুর্দান্ত মিউজিক লঞ্চ হল সম্প্রতি।বাংলার শ্রেষ্ঠ সংগীতশিল্পীদের নিয়ে।ব্ল্যাক ম্যাজিক খ্যাত জিঙ্গলের রাজা রঙ্গন চক্রবর্তীর কথায় জয় সরকারের দারুণ সুরেলা মনমাতানো এই গান গেয়েছেন নচিকেতা,লোপামুদ্রা,রূপঙ্কর,উপল,ইমন,লগ্নজিতার মত লব্ধপ্রতিষ্ঠিত শিল্পীরা।
টিউটোপিয়ার তপসিয়ার মহেশ্বরতলার আপিসে এই লঞ্চে সেদিন চাঁদের হাট।নচিকেতা,রূপঙ্কর,ইমন,উপল,লগ্নিজিতার সঙ্গে গীতিকার রঙ্গন চক্রবর্তী,সুরকার জয় সরকার,প্রতিষ্ঠাতা কর্ণধার শ্রী অনুরাগ চিরিমার ছাড়াও এদিন বাংলা গানে সুদীর্ঘ অবদানের জন্য সম্বর্ধনা দেওয়া হয় মাননীয় শ্রী কল্যাণ সেন বরাট,শ্রী বুদ্ধদেব গাঙ্গুলী ও শ্রী অভিজিৎ সেনকে।
টিউটোপিয়ার বিষয়ে বিশদে জানতে ক্লিক করুন-
টিউটোপিয়ার গান শুনুন –
শেয়ার করুন :