কিচেনে লুসিডা ইন্টেরিয়রে খাবারের টেস্ট বেড়ে যাওয়ার গুপ্তকথা -

ছবি - শাটারস্টক

কিচেনে লুসিডা ইন্টেরিয়রে খাবারের টেস্ট বেড়ে যাওয়ার গুপ্তকথা

ভাইরোকিল টেকনোলজি,আশ্চর্য কালার ফাস্টনেস,ইম্প্যাক্ট রেসিস্টেন্স….

কিচেন রিনোভেশনের সময় খুব গুরুত্বপূর্ণ এর নান্দনিকতা,কালার স্কিম আর ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা।এর সহজ কারণ হলো বাড়ির অন্যান্য ঘরের তুলনায় এই কিচেন রিনোভেশন সবচেয়ে চ্যালেঞ্জের যেহেতু এটি বাড়ির সবচাইতে প্রয়োজনীয় জায়গা।এছাড়া আর একটি বিষয় খুব জরুরি সেটা হল প্রিমিয়াম কোয়ালিটি মেটিরিয়ালস ব্যবহার করা কারণ এতে কিচেন শুধু দেখতে  নিখুঁত সুন্দর নয়,দীর্ঘকাল টেকসই থাকে।কিচেন ইন্টেরিয়রে সবচেয়ে পছন্দের আর জনপ্রিয় মেটিরিয়াল হল ডেকোরেটিভ ল্যামিনেটস যা শুধু দুর্দান্ত দেখতে নয়,সঙ্গে বহুগুণ সম্পন্ন যাতে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়।

কিচেনের ইন্টেরিয়র তাক লাগানো মেকওভার করে সাজাতে চোখ বন্ধ করে সবচেয়ে যুগান্তকারী ও প্রিমিয়াম কোয়ালিটি টেকনোলজি সমৃদ্ধ লুসিডা ল্যামিনেটসে ভরসা রাখুন। ডেকোরেটিভ ল্যামিনেটসে ভারতের সবচেয়ে বিশ্বস্ত প্রস্তুতকারী লুসিডা ল্যামিনেটস হল সেঞ্চুরি ল্যামিনেটসের হাই গ্লস ল্যামিনেটস।লুসিডা ল্যামিনেটসের দুর্দান্ত মিরর-ফিনিশ আর রঙের,প্যাটার্ন আর ডিজাইনের বর্ণিল ব্যাপ্তিতে আপনার কালিনারি কর্নারকে এমন করে কিউরেট করবেন যেন মনে হবে এটা পিন্টারেস্ট বোর্ডের ডিজাইন থেকে সোজা উঠে এসেছে।

এই শো স্টপার,নান্দনিক মনোমুগ্ধকর বৈশিষ্ট ছাড়াও লুসিডা ল্যামিনেটসে আছে এমন দারুণ বিশেষত্ব যা বাজারে উপলব্ধ অন্যান্য ডেকরেটিভ  ল্যামিনেটসের তুলনায় অনন্য এবং অদ্বিতীয়।এর অতুলনীয় কিছু বৈশিষ্ট হল-

ভাইরোকিল টেকনোলজি –এই ভাইরোকিল টেকনোলজি একটি আশ্চর্য টেকনোলজি যা লিভিং স্পেসের  সমস্ত ব্যাকটেরিয়া, ফাংগি,ব্যাকটেরিয়ার ৯৯.৯৯% বিনাশ করে।ল্যামিনেটে পলিমার ম্যাট্রিক্স সিস্টেমে লাগানো থাকে বলে এই ভাইরোকিল টেকনোলজি এর সংস্পর্শে আসা সারফেসে যে কোনো ভাইরাসের সেল ওয়াল ফাটিয়ে দিয়ে নিকেশ করে।আপনার রান্নাঘর আর খাবারের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা খুব গুরুত্বপূর্ণ আর লুসিডা ল্যামিনেটসের জন্য যাতে আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন।

আশ্চর্য কালার ফাস্টনেস-প্রতিদিনের ব্যবহারে,ঘষা মাজার ধকলে সাধারণ ল্যামিনেটস ম্লান আর উজ্বলতা হারিয়ে ফিকে হয়ে যায় কিন্তু লুসিডা ল্যামিনেটসে এই বিষয়ে আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন।লুসিডা ল্যামিনেটস তৈরির সময় এতে অদ্বিতীয় ওভারলে টিস্যু ব্যবহার করার ফলে এই ল্যামিনেটসে আশ্চর্য রঙের দৃঢ়তা আনে।সেইজন্য যখনই আপনি লুসিডা পছন্দ করেন তখন আপনার কিচেন দীর্ঘকাল উজ্বল,সতেজ আর একদম নতুনের মতন দেখতে থাকে।

ইম্প্যাক্ট রেসিস্টেন্স –প্যান্ট্রিতে ভারী বাসনপত্র,বড় বাক্সের নিয়মিত ব্যবহারে নিচু মানের ল্যামিনেটস লাগালে তার আকার  অল্পদিনেই খারাপ হয়ে যায়।কিন্তু লুসিডার ইম্প্যাক্ট রেসিস্টেন্স গুণমানের জন্য আপনার কিচেন ইন্টেরিয়রের গড়ন যে কোনও আঘাত থেকে সুরক্ষিত ও দীর্ঘদিন অবিকৃত থাকে।

হিট রেজিস্টেন্ট –দীর্ঘদিন এখানে প্রতিনিয়ত গরমের সংস্পর্শে থাকার কারণে ল্যামিনেটসের আকার খারাপ হয়ে যাওয়ার প্রবণতা থাকে।এতে শুধু দেখতে খারাপ হওয়া নয় বরং কিচেনের পক্ষে বেশ বিপজ্জনক হতে পারে ।তবে কিচেনে লুসিডা ল্যামিনেটস ব্যবহার করলে এই ঝামেলা থেকে মুক্তি কারণ এই ডেকোরেটিভ ল্যামিনেটস হিট রেসিস্টেন্ট আর কিচেনে ইন্টেরিয়র দীর্ঘদিন নতুনের মতন ঝকঝকে রাখে।

সুতরাং আপনি যদি এমন কিচেন ইন্টেরিয়র চান যা ভেতরে বাইরে দেখতে একদম অপূর্ব আলাদা তাহলে অভিজাত নান্দনিক লুসিডা ল্যামিনেটসই আপনার একমাত্র পছন্দ হতেই হবে।এই হাই গ্লস ল্যামিনেটসের বিষয়ে আরও বিশদে জানতে এই লিঙ্কে ক্লিক করুন –https://www.centuryply.com/lucida/cl







শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *