সম্প্রতি স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে ভিনরাজ্যের দুই প্রতিষ্ঠিত নামকরা হাসপাতাল দিল্লির এইমসে আর ভেলোরের সিএমসি (খ্রিশ্চান মেডিকেল কলেজে) পাওয়া যাচ্ছে। ডেকান হেরাল্ড এবং বর্তমান পত্রিকার বিশ্বজিৎ দাসের প্রতিবেদনে প্রকাশিত এক স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন যেহেতু রাজ্যের বিপুল সংখ্যক মানুষ চিকিৎসার জন্য ভেলোরের সি এম সি এবং দিল্লির এইমসে যান তাই এই দুই হাসপাতালেও স্বাস্থ্যসাথীর সুবিধে পাওয়া যাবে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য এই স্বাস্থ্যসাথী প্রকল্পে বিশাল বিপুল সাড়া দিয়েছেন রাজ্যের মানুষ।
ভেলোরে সিএমসির উল্টোদিকেই বাঙালিপাড়ার সাইবার ক্যাফেতে কাউন্টার খোলা হয়েছে।এর মধ্যে ২০০ জন রেজিস্ট্রেশন করিয়েছেন আর ৫০ জনের বেশি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
খবরে প্রকাশ সাধারণত সরকারি প্রকল্পে ক্যাশলেস চুক্তি না হওয়ার কারণে সরকার বীমা সংস্থার সঙ্গে আলোচনা করে তাদের প্রতিনিধিকে ভেলোরে পাঠানো হয়েছে যিনি প্রয়োজন অনুযায়ী যাবতীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করবেন।
ভেলোর থেকে বিমা সংস্থার প্রতিনিধি জানিয়েছেন এখনও অবধি জটিল ক্যান্সার আক্রান্তরাই বেশি আসছেন আর নিউরো আর হার্টের সমস্যা নিয়েও বহু মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নাম লেখাচ্ছেন।
ভিন রাজ্যের দুই প্রতিষ্ঠিত হাসপাতালে স্বাস্থ্যসাথীর সুবিধে এই করোনাকালে যে আশীর্বাদস্বরূপ একথা অনস্বীকার্য।
শেয়ার করুন :