যে রাঁধে সে চুল ও বাঁধে। এম এস সি জুলজিতে গোল্ড মেডেলিস্ট রূপে গুণে অনন্যা অরিত্রী সাজতে ভালোবাসে। ওর ফ্যাশন প্যাশন নিয়ে কস্টিউম স্টাইলিস্ট সঞ্চিতা ভট্টাচার্য –
পার্টি ওয়্যার – এই স্মার্ট ব্ল্যাক পার্টি ওয়্যার ড্রেসটা যেকোনো পার্টিতে বা বন্ধুদের সঙ্গে আউটিং এ আপনাকে স্মার্ট লুক দেবে। লাইট জুয়েলারি আর হাই অ্যাঙ্কল বুটস এর সঙ্গে পারফেক্ট ম্যাচ।
ইন্দো ওয়েস্টার্ন – আজকের মহিলারা শাড়ী ছাড়া ও তাদের কম্ফোর্টেবল ওয়্যার কে কীকরে ট্রেন্ডি ও এথনিক লুক দিয়ে যেকোনো অনুষ্ঠান সাজাতে পারে তার ঝোঁক তাদের মধ্যে অনেক বেশি, তাই সুন্দর এই বেনারসি লং স্কার্ট এর সাথে সাদা শার্টিন শার্ট আর মানানসই একটা নেকপিস দিয়ে দারুন সুন্দর সাজতে পারেন আপনিও। সঙ্গে নেবেন সুন্দর একটি বটুয়া।
ওয়েস্টার্ন ড্রেস – রেড ফ্রিল দেওয়া এই ড্রেসটি আপনাকে করবে পিকচার পার্ফেক্ট। কোমরে একটা স্লিক বেল্ট অ্যাড করতে পারেন। খুব হাল্কা গয়না, সুন্দর একটা রিস্ট ওয়াচ আর খোলা চুলে আপনি সবার নজর কাড়বেন।
বেনারসি শাড়ী – খুব পরিচিত বেনারসি শাড়ী বহু বছর ধরে আমাদের ফ্যাশন এর সঙ্গী। সময় এর সাথে সাথে বেনারসি শাড়ী ও পাল্টেছে তার রূপ। ম্যাচিং ব্লাউস এর সাথে সুন্দর এমব্রয়ডারি কোমরের বেল্ট দিয়ে মডার্ন লুক পেতে পারেন বহু পুরনো বেনারসিতেও। অবশ্যই সোনার গয়না ট্রাই করবেন সাবেকির সাথে ট্রেন্ডি লুক অ্যাড করার জন্য।
ইন্দো ওয়েস্টার্ন – ব্ল্যাক কলোরের এই পাফ স্লিভ ক্রপ টপ এর সঙ্গে খুব সুন্দর ভাবে ইন্ডিয়ান এথনিক লাহেঙ্গা কে ম্যাচ করা হয়েছে। ল্যাহেঙাতে আছে হেভি জরিওয়ার্ক তাই ওপরের টপটাকে সিম্পল রাখা হয়েছে। খুব হাল্কা ম্যাচিং জুয়েলারি আর রিস্ট ওয়াচ দিয়ে খুব সিম্পল অথচ ভীষণ এলিগন্ট লাগবে আপনাকেও।
শেয়ার করুন :